ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার শ্রীপুর এলাকায় জিনস প্লাস লিমিটেড নামের একটি কারখানায় অর্জিত ছুটির পাওনা টাকার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে কারখানার সামনে এবং পরে কারখানাসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
জিনস প্লাস লিমিটেডের একাধিক শ্রমিক জানান, গত সপ্তাহে জিনস প্লাস লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকেরা বাৎসরিক অর্জিত ছুটির টাকা পরিশোধের দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পাওনা পরিশোধ করা হবে বলে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শ্রমিকেরা কোনো টাকা না পাওয়ায় দুপুরে কাজ বন্ধ করে দেন। পরে বিকেলের মধ্য সব শ্রমিকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে (এমএফএস হিসাব) টাকা চলে যাবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দেয়।
বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের অ্যাকাউন্টে পাওনা টাকার মধ্যে অল্প কিছু টাকা ঢোকে। এতে ক্ষিপ্ত হন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই দিন কারখানা কর্তৃপক্ষ আজ আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে শ্রমিকদের জানায়। পরে সন্ধ্যায় শ্রমিকেরা কারখানা থেকে চলে যান।
শ্রমিকেরা আরও জানান, আজ সকালে কারখানার সামনে গিয়ে তাঁরা মূল ফটকে তালা ও আজ অনিবার্য কারণে কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনে জড়ো হন। ওই নোটিশ দেখে তাঁরা একপর্যায়ে কারখানার সামনে ও কারখানাসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাদের খুব ছোট্ট একটা দাবি ছিল। আমরা বলছিলাম, বাৎসরিক অর্জিত ছুটির পুরো টাকা পরিশোধ করতে হবে। কারখানা কর্তৃপক্ষ দুই মাস আগে বলেছিল, আমাদের পাওনা টাকা দেওয়া হবে। বৃহস্পতিবার আমরা তাদের বললাম, আমাদের বাৎসরিক অর্জিত ছুটির টাকা কবে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে আমরা যা পাব, তার মধ্যে কাউকে অর্ধেক আবার কাউকে অর্ধেকের কম টাকা দেওয়া হয়। পরে কারখানা কর্তৃপক্ষ বলছিল শনিবার (আজ) সবাই বসে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে। কিন্তু আজ কারখানায় এসে দেখি, কারখানা বন্ধ। তাই সবাই কারখানার সামনে অবস্থান নিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইন অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের বছরে অর্জিত ছুটির পাওনা টাকার অর্ধেক পরিশোধ করা হয়। বাকি অর্ধেক ছুটির টাকা চাকরি ছেড়ে চলে যাওয়ার সময় তাঁরা পাবেন। কিন্তু শ্রমিকেরা এখনই পুরো টাকা পরিশোধের দাবি জানাচ্ছেন। আমরা বলেছিলাম, আজ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কারখানার ওই কর্মকর্তা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, বিষয়টি সমাধান হয়ে যাবে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।