পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় খেলার সময় হঠাৎ সড়কে দৌড় দিলে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে এক মেয়েশিশু আহত হয়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর সদর হাসপাতালে শিশুটি মারা যায়। এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার বালিপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম বুশরা আক্তার (৭)। সে উপজেলার বালিপাড়া গ্রামের গোলাম রাব্বি খানের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি বুশরা আক্তার মায়ের সঙ্গে বালিপাড়া গ্রামে নানা আবদুল জলিলের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেল পাঁচটার দিকে বুশরা আক্তার সমবয়সী দুই শিশুর সঙ্গে নানাবাড়ির সামনে খেলছিল। খেলার একপর্যায়ে বুশরা বাড়ির সামনের সড়কের ওপর দিয়ে দৌড় দেয়। এ সময় স্থানীয় বটতলা থেকে আসা বালিপাড়া বাজারগামী একটি অটোরিকশা বুশরাকে চাপা দিয়ে চলে যায়। এতে বুশরা গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর আশপাশের লোকজন অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ চালককে ছেড়ে দেয়।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, নিহত শিশুটির পরিবার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছে। এ ঘটনায় শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি।