নরসিংদীর পলাশের ঘোড়াশালে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় নাজমুল হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক মফিজুল ইসলাম। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের ভেলানগর এলাকার একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। তিনি এফএনএফ নামের একটি পোলট্রি মেডিসিন কোম্পানির মেডিকেল প্রমোশন কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাজমুল হোসেন মাধবদী থেকে তাঁর পরিচিত মফিজুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেলে করে ঘোড়াশালের উদ্দেশে রওনা হন। রাত পৌনে নয়টার দিকে ঘোড়াশালের বাইপাস সড়কের সামনে পৌঁছার পর পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল সড়কে ছিটকে পড়েন। ওই কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ওই কাভার্ড ভ্যান ও এর চালক তাইফুর রহমানকে আটক করে রাখেন স্থানীয় লোকজন। চালক তাইফুর রাজশাহীর তানোর উপজেলার বদলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ এবং এর চালক আটক আছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।