জন্মদিনে সালমান শাহর বাড়িতে ভক্তরা

সালমান শাহ
ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ বৃহস্পতিবার। এদিন তাঁকে ঘিরে সিলেটে তেমন কোনো আয়োজন ছিল না। তবে জন্মদিনে তাঁকে স্মরণ করতে ভোলেননি ভক্তরা। সকাল থেকে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার সালমান শাহ ভবনে পদচারণ ছিল ভক্তদের।

আজ বৃহস্পতিবার ভক্তরা সালমান শাহর ব্যবহৃত জিনিসপত্র ঘুরে ঘুরে দেখেছেন। দেয়ালে টাঙানো এই অভিনেতার বিভিন্ন সময়ের আলোকচিত্র দেখেছেন, তুলেছেন ছবি। পরে ভক্তদের অনেকেই হজরত শাহজালাল (রহ.) দরগাহের কবরস্থানে গিয়ে সালমান শাহের কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সালমান ভবনে গিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সালমান শাহের মৃত্যুর বিষয়টি এখনো দোদুল্যমান। সালমান শাহর বিষয়টি হত্যা না আত্মহত্যা সেই সমস্যার সুনির্দিষ্ট সমাধান চান। আমরা আশা করি, বর্তমান সরকার সুষ্ঠু ও সুন্দর সমাধান দেবেন। যার মাধ্যমে ভক্তরা আত্মতৃপ্তি পাবেন। আমরা পরিচ্ছন্ন স্বচ্ছ বিচার পাবো বলে আশাবাদী।’

‌সালমান শাহর জন্ম‌দিনে সিলেটে তেমন কোনো আয়োজন ছিল না। তবে তাঁর জন্মদিনে তাঁর ভক্তরা সিলেট নগরের দা‌ড়িয়া পাড়া এলাকার সালমান শাহ ভবনে এসে তাঁকে স্মরণ করেন

রেজা হাসমত বলেন, ‘দেশের আইন নিজস্ব গতিতে চলে। দেশের ক্ষমতাধরেরা অর্থ ও দম্ভ দিয়ে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য করার ঘটনাও ঘটে। আমরা চাই সুষ্ঠু ও সুন্দরভাবে আইন প্রয়োগ করে সত্য ও স্বচ্ছ বিচার করা হোক।’

ঢাকা থেকে আসা সালমান শাহর ভক্ত মামুনুল ইসলাম বলেন, ‘আগে মামলার তদন্ত কর্মকর্তা প্রহসনমূলক প্রতিবেদন জমা দিয়েছিলেন। যা আমাদের মনঃপূত হয়নি। ওই প্রতিবেদনে আত্মহত্যা হিসেবে চালিয়েছেন। তবে সেটি জনগণ গ্রহণ করেনি। এখন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কীভাবে হত্যা করা হয়েছে তার বিচার। এ জন্য আমরা ভক্তদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিচ্ছি। বর্তমান সরকারের আওতায় নিরপেক্ষ তদন্ত করা হলে আশা করা যাচ্ছে সঠিক তথ্য পাওয়া যাবে।’

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান ছিলেন বড়। সালমান শাহর পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দেন ব্যবসা সফল ২৭টি ছবি।