নারায়ণগঞ্জে পার্কিং করা গাড়ি ভাঙচুর, আগুন

পার্কিং করা গাড়িতে আগুন লাগানো হয়েছে। আগুনে পুড়ে গেছে গাড়ির আসন। রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে একটি গ্যারেজে লাব্বাইক বাসে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে গাড়িতে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটল, তা কেউ বলতে পারছেন না।

লাব্বাইক বাসে ভাঙচুর করা হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতার ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।