ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খান মোহাম্মদ আবদুল হান্নান (২৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
খান মোহাম্মদ হান্নান সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে। এ ছাড়া তিনি উপজেলার শর্শদি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হান্নান সোমবার বেলা দুইটার দিকে বাড়ি যান। এ সময় তিনি ঘরে ঢুকে নিজ কক্ষের বৈদ্যুতিক পাখা চালাতে সুইচ টিপে দেখেন, সেটি চলছে না। এই দুপুরবেলায় বিদ্যুতের মিস্ত্রি কোথায় পাবেন, এসব ভেবে নিজেই এটি চালানো যায় কি না, চেষ্টা করে দেখছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। বাড়ির লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন হান্নানের লাশ বাড়িতে নিয়ে যান।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল হাসেম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস ভূঞা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হান্নানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।