দেশব্যাপী বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে বগুড়ায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী-লিচুতলায় বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাতটা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মহাসড়কের লিচুতলা দ্বিতীয় বাইপাস সড়কে অবস্থান নেন। ফাঁকা মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করেন। এ সময় বাইপাস সড়কে যানবাহনের চলাচল বন্ধ ছিল।
অবরোধের সমর্থনে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা–কর্মীরা। এতে হেলালুজ্জামান তালুকদার ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকেই দ্বিতীয় বাইপাস সড়কে অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি।
এদিকে আজ সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কে বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাসসহ অন্যান্য বাস চলতে দেখা যায়নি। বাস চলাচল না করায় অন্যান্য অবরোধের দিনের মতোই ভোগান্তিতে পড়েন যাত্রীরা।