চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে
চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

চাঁদপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষ চলছে, হাসপাতালে ২০ জন ভর্তি

চাঁদপুর শহরে আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের তালতলা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সরেজমিন দেখা গেছে, আজ সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁদের প্রতিহত করতে শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। এমন পরিস্থিতিতে শহরের যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’