কুড়িগ্রামে সপ্তাহ ধরে বৃষ্টির পর আজ সোমবার শরতের রোদমাখা সকালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সকাল ১০টায় কুড়িগ্রামের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা।
প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিনিধি সফি খান। কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ও দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে উপস্থিত আছেন গুণীজনেরা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছে কুড়িগ্রামের নয়টি উপজেলার ৭৫০ জন কৃতী শিক্ষার্থী। সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা আসতে থাকে। পরে লাইন ধরে তারা বন্ধুসভার বন্ধুদের হাত থেকে স্নাকস ও ক্রেস্ট সংগ্রহ করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে সংবর্ধনা অনুষ্ঠান।
কুড়িগ্রাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চিলমারী থেকে অনুষ্ঠানে এসে বেশ উচ্ছ্বসিত ইশরাত জাহান, নুসরাত জাহান, রওনক জাহান ও তওহীদা রসূল।
প্রতিক্রিয়ায় তওহীদা রসূল বলে, ‘১০ বছরের পরিশ্রমের অর্জনের মূল্যায়ন আজ প্রথম আলো করল। প্রতিদিনের পড়াশোনায় শিখো ও প্রথম আলোর ভূমিকা অনেক। বিশেষত আমি টেস্ট পরীক্ষার পর প্রতিদিন প্রথম আলো পত্রিকার পড়াশোনা পাতায় বিভিন্ন প্রশ্নের সমাধান পেতাম, যা এসএসসিতে প্রস্তুতি নিতে আমাকে সহায়তা করেছে।’
ইশরাত জাহান বলে, ‘এসএসসি পাসের পর রংপুর চলে গিয়েছিলাম। জিপিএ-৫ সংবর্ধনার জন্য সকাল ৭টা ৩০ মিনিটে চিলমারী থেকে রওনা হই। এখানে এসে অনেক দিন পর স্কুলের বন্ধুদের একসঙ্গে দেখে ভালো লাগছে। এ রকম সুন্দর আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ।’
উৎসবে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সকালের নাশতা ও অনলাইন সনদ। অনুষ্ঠানে রংপুরে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, স্থানীয় বিশিষ্টজন মীর্জা মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত আছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধু জয়িতা ও তাঁর দল নাচ, গান ও কবিতা আবৃত্তি করবেন।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪টি জেলায় চলছে জিপিএ-৫ কৃতী সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।