সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে নিখোঁজের এক দিন পর বাবা ও দুই দিন পর ছেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার চরগিরিশ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রিপন তালুকদার (৪২) ও তাঁর ছেলে আশিক বাবু (১৩)।
আজ মঙ্গলবার সকালে দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে ছেলে আশিক বাবু ও গতকাল সোমবার সন্ধ্যায় একই স্থান থেকে তার বাবা রিপন তালুকদারের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ইউপি সদস্য রিপন তালুকদার তাঁর ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে যমুনা নদী পার হয়ে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। নদীতে চর জেগে ওঠায় কিছু কিছু স্থানে হেঁটে নদী পার হতে হয়। চর এলাকায় কোথাও হাঁটুপানি আবার কোথায় একটু বেশি। তাঁরা যখন নদী পার হচ্ছিলেন, তখন আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। ঝড়বৃষ্টি হচ্ছিল। এমন সময় তাঁরা নিখোঁজ হন। খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ওই সময় তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল সোমবার সন্ধ্যায় যমুনা নদীর বারজান এলাকায় রিপন তালুকদারের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে একই স্থানে স্থানীয় লোকজন ছেলে আশিক বাবুর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশটিও উদ্ধার করে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখছে পুলিশ।