মামলা
মামলা

চট্টগ্রামে হাসান, মহিবুলসহ ৫২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজনকে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসানসহ ৫২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন নিহত মো. আলমের ভাই জামাল উদ্দিন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ২২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, দিদারুল আলম, এস এম আল নোমান, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সুলায়মান আলম শেঠ, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস, পাহাড়তলী ওয়ার্ডের ওয়াসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এ ছাড়া অন্য আসামিরা সবাই নগর ও জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকেলে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দমিছিল বের করা হয়। সেখানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিছু আসামির নির্দেশে অন্যরা আনন্দ উল্লাসে অংশ নেওয়াদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে গুলিতে আহত হন বাদীর ভাই মো. আলম। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।