হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে প্রাইভেট কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন দুই যাত্রী নবীগঞ্জ উপজেলার মুরাউড়া গ্রামের মানিক মিয়া (৮০) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের সোহেল মিয়া (৪২) এবং অটোরিকশার চালক বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আবদাল মিয়া (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান মানিক মিয়া। হাসপাতালে নেওয়ার পর সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাত সাড়ে নয়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশাচালক আবদাল মিয়া।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র বলেন, নিহত তিনজনের লাশ প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।