চলছে শ্রমিকদের কর্মবিরতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ গাজীপুর নগরের জরুন এলাকার একটি কারখানার ফটকে
চলছে শ্রমিকদের কর্মবিরতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ গাজীপুর নগরের জরুন এলাকার একটি কারখানার ফটকে

গাজীপুরে ঈদ বোনাস ও বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে তাঁরা এই কর্মবিরতি পালন করছেন।

শ্রমিকেরা জানান, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় আজ সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন।

কারখানার প্রিন্টিং সেকশনের কর্মী রাকিবুল হাসান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে।

আরেক কর্মী শামসুদ্দিনের প্রশ্ন, সারা বছর কাজ করে যদি ঈদের সময় এমন হয়রানির স্বীকার হতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে?

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে ২৫ মার্চ ঈদ বোনাস ও ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা প্রত্যাখান করে কর্মবিরতি পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।