চট্টগ্রামে কন্টেইনারবাহী পরিবহন ধর্মঘট চলছে দ্বিতীয় দিনের মতো
চট্টগ্রামে কন্টেইনারবাহী পরিবহন ধর্মঘট চলছে দ্বিতীয় দিনের মতো

ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট

দ্বিতীয় দিনের মতো বন্ধ আমদানি–রপ্তানির পণ্যবাহী কনটেইনার পরিবহন

গাড়ি প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেওয়া যাচ্ছে না। কনটেইনার না পেয়ে এইচআর আরাই নামে কলম্বোগামী একটি কনটেইনার জাহাজ আজ বন্দর ছেড়ে যেতে পারেনি।

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে দুই দিনব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ধর্মঘটের প্রভাবে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানির পাশাপাশি আমদানি পণ্য খালাসেও প্রভাব পড়ছে। শুধু কনটেইনার খুলে যেসব পণ্য বন্দর থেকে খালাস হয়, সেগুলোতে সমস্যা হচ্ছে না। কারণ, কনটেইনার খুলে বন্দর থেকে খালাস নেওয়া পণ্য ট্রাক-কাভার্ড ভ্যানে পরিবহন করা হয়।

জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। তবে রপ্তানি কনটেইনার ডিপো থেকে বন্দরে আনা যাচ্ছে না। আমদানি পণ্যবাহী কনটেইনারও ডিপোতে পাঠানো যাচ্ছে না। ২৭৩ একক রপ্তানি কনটেইনার না পাওয়ায় একটি জাহাজ বন্দর ছেড়ে যায়নি।

চট্টগ্রাম বন্দর দিয়ে সারা দেশের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পণ্যের ৯৯ শতাংশ পরিবহন হয়। ধর্মঘটের কারণে কনটেইনারে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে পড়ছে।

কনটেইনার পরিবহন বন্ধ থাকায় ডিপোতে রপ্তানি পণ্যের স্তূপ বাড়ছে। প্রতিদিন গড়ে চট্টগ্রামের কনটেইনার ডিপোগুলো থেকে দুই হাজার কনটেইনার রপ্তানি পণ্য বন্দরে পাঠানো হয়। ধর্মঘটের দ্বিতীয় দিনেও কোনো কনটেইনার ডিপো থেকে বন্দরে আনা যায়নি।

জানতে চাইলে বেসরকারি ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যের কনটেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না।