জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনিসুর রহমান (১৫) নামের এক কিশোরের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে মেলান্দহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর।
আনিসুর কুমিল্লার শাকতলা এলাকার মোহাম্মদ আখতার হোসেনের ছেলে। আনিসুর জামালপুরে কোথায় ও কেন এসেছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-জামালপুর রেলপথের দেওয়ানগঞ্জ অভিমুখী কমিউটার ট্রেনটি মেলান্দহ রেলস্টেশন প্ল্যাটফর্মে থামছিল। ট্রেনের ছাদের ওপর ছিল আনিসুর। ট্রেনটি থামার আগেই আনিসুর ছাদ থেকে লাফ দেয়। এ সময় সে ট্রেনের নিচে পড়ে। এতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি শরীরের কয়েকটি স্থানে আঘাত লেগেছে। ট্রেনটি স্টেশন থেকে চলে যাওয়ায় পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় এক রোগী এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।