কাউন্টারের সামনে নির্দিষ্ট গন্তব্যের গাড়ির দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়
কাউন্টারের সামনে নির্দিষ্ট গন্তব্যের গাড়ির দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়

নারায়ণগঞ্জে যাত্রীর চাপ থাকলেও নেই যানজট, পাঁচ পরিবহনকে জরিমানা

শুক্রবারের পর শনিবারও ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীর চাপ অব্যাহত আছে। তবে মহাসড়ক দুটির নারায়ণগঞ্জ অংশে কোনো যানজট নেই। ঢাকার প্রবেশপথগুলোতে যানজটের কারণে শনিবারও দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। সেই সঙ্গে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। যাত্রী হয়রানি বন্ধে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়তি ভাড়া আদায়ের দায়ে পাঁচটি পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে মহাসড়ক দুটি ঘুরে কোনো যানজট দেখা যায়নি। তবে সকালে সাইনবোর্ড মোড় থেকে মেয়র হানিফ উড়াল সড়ক পর্যন্ত তীব্র যানজটে আটকে ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী যাত্রীরা। দুটি মহাসড়কের পাশে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলগামী বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। ঢাকার প্রবেশমুখে যানজট থাকায় সকালে কোনো কোনো পরিবহন আসতে নির্দিষ্ট সময়ের চেয়ে দুই থেকে আড়াই ঘণ্টা বেশি সময় নিয়েছে। এতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

বেলা ১১টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে কথা হয় ৬০ বছর বয়সী কোহিনুর বেগমের সঙ্গে। পরিবারের সঙ্গে ঈদ করতে লক্ষ্মীপুর যাবেন তিনি। প্রায় দেড় ঘণ্টা বসে থেকেও বাসের দেখা পাননি।

তবে অপেক্ষা শেষে শ্রীমঙ্গলগামী বাস পেয়েছেন ছাত্র শফিকুর রহমান। তাঁর অভিযোগ, স্বাভাবিক সময়ে ৫৭০ টাকা বাস ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে।

ঈদযাত্রায় হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া আদায় বন্ধের বিষয়ে যাত্রীদের সঙ্গে কথা বলছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। আজ দুপুরে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা–চট্টগ্রাম সড়কের নারায়ণগঞ্জের অংশ দিয়ে রেকর্ডসংখ্যক গাড়ি পারাপার হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস। তিনি জানান, গতকাল  দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৬৩ হাজার যানবাহন মেঘনা টোল প্লাজা পার হয়েছে। তবু পূর্বপ্রস্তুতির কারণে এই সড়কের নারায়ণগঞ্জ অংশে কোনো যানজট তৈরি হয়নি।
মহাসড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যদের সক্রিয়তা দেখা গেছে।

এদিকে যাত্রীদের হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ  ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কাউন্টারে ভাড়ার তালিকা না থাকায় এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে পাঁচটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম।