সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে পড়ে এক পরিবারের সাতজনের ওপর। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়, বাকি তিনজনকে এখনো উদ্ধার করা যায়নি। আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই নগরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ৩৬ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন সদস্য। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও ওই পরিবারের এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু মাটিচাপা অবস্থায় আছে।
টিলাধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য, মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটিচাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।