চট্টগ্রামের সাতকানিয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোহাম্মদ সোলাইমান সিকদার (৫৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ছদাহার হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ সোলাইমান সিকদার চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজানের রিবচান সিকদারপাড়ার মো. শফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারের চকরিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন নামের একটি মিনিবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ছদাহার হাসমতের দোকান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে বাসের যাত্রী সোলাইমান সিকদার ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আহত যাত্রীদের স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।