শেষ হচ্ছে মাতৃদুগ্ধ সপ্তাহ

শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বাড়ছে

ছয় মাস বয়স হওয়ার আগেই অনেক পরিবার শিশুকে পানি দেন, অন্য খাবার দেন। এর দরকার নেই। কারণ, মায়ের বুকের দুধ শিশুর জন্য সম্পূর্ণ খাবার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে জন্ম নিয়েছে রুপালি রবি দাসের দ্বিতীয় সন্তান। সাত দিন আগে অস্ত্রোপচারে জন্ম নেওয়া শিশুটি শুধু মায়ের দুধই পান করছে। তার বাবা বুলবুল রবি দাস বলেন, মায়ের দুধেই তার বাচ্চার পেট ভরছে। তা ছাড়া চিকিৎসকেরা তো ছয় পর্যন্ত মায়ের দুধই খাওয়াতে বলেন।

শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ১ আগস্ট থেকে দেশে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সপ্তাহ। আজ রোববার সপ্তাহ শেষ হবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাতৃদুগ্ধ শিশুর জন্য একটি সম্পূর্ণ খাবার। মায়ের দুধের সব উপাদান শিশু সহজে হজম করতে পারে। এ দুধেই রয়েছে প্রয়োজনীয় সব পুষ্টি। কিন্তু তারপরও নানা কারণে ছয় মাস বয়স হওয়ার আগেই অনেক পরিবার শিশুকে পানি দেয়, অন্য খাবার দেয়। আবার অনেকে মধুও খাওয়ান। এসব কোনো কিছুর দরকার নেই। কারণ, মায়ের বুকের দুধ শিশুর জন্য সম্পূর্ণ খাবার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গিয়ে জানা যায়, গতকাল শনিবার দুপুরে এক মা স্বাভাবিকভাবে তিন শিশু প্রসব করেছেন। সবাই সুস্থ আছে। কিন্তু বাচ্চারা মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাদের মা নাজমুন্নাহার বলেন, তিনি প্রথম মা হয়েছেন। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু বাচ্চা পাচ্ছে না। আবার তিনজন হওয়ায় কারও পেট ভরছে না। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৌটার দুধ খাওয়াচ্ছেন।

■ শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ১ আগস্ট থেকে দেশে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সপ্তাহ। ■ চিকিৎসকেরা বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য একটি সম্পূর্ণ খাবার। এ দুধেই রয়েছে প্রয়োজনীয় সব পুষ্টি।

প্রসূতি বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, এখন তাঁর বিভাগের কোনো শিশুর মুখে বোতল ধরতে দেওয়া হয় না। এটা মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তার ওপরে গুরুত্ব বোঝানোর জন্য করা হয়। যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না পায়, সেই শিশুকে অন্য মায়ের বুকের দুধ পান করতে দেওয়া হয়। তবু কৌটার দুধ সুপারিশ করা হয় না। একান্ত কোনো উপায় না থাকলে সেই কারণ উল্লেখ করে ব্যবস্থাপত্রে অন্য শিশুখাদ্যের সুপারিশ করা হয়।

রোকেয়া খাতুন আরও বলেন, কর্মজীবী মায়ের ক্ষেত্রেও বুকের দুধ ছয় ঘণ্টা পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু এখন মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হওয়ার কারণে এটা করার দরকার পড়ে না। কারণ, ছয় মাস পর থেকে শিশুকে পানি, লিকুইড আকারে ডিম বা নরম খিচুড়ি খাওয়াতে বলা হয়।

রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, উপজেলা পর্যায়ে এই মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও অন্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে গত শুক্রবার পর্যন্ত কোথাও এ ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তাঁদের হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার আছে। এ ছাড়া ‘ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস’ কর্নার রয়েছে। সেখানে মাতৃদুগ্ধ পানের ওপরে মাকে পরামর্শ দেওয়া হয় এবং ব্রেস্টফিডিং কর্নারে মা বাচ্চাকে বুকের দুধ পান করান। পরামর্শ নেওয়ার পরেও কোনো মা বুঝতে না পারলে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। এ মাসে এ পর্যন্ত ১৪৫ জন মাকে এই পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যবস্থা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে।