বিনা মূল্যে চিকিৎসা শিবিরের নামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক। এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. শাহিনুর রহমান গতকাল রোববার এই নোটিশ দিয়েছেন।
নোটিশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১টার সময় সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তথ্য নিশ্চিত করে নৌকা প্রতীকের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক বলেন, শোকজের জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক পরিচালিত গাংনী বাজারের অ্যাডভান্স মেডিকেয়ার লিমিটেডে অর্থ ব্যয় করে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ স্থাপন করেন। অন্য চিকিৎসকদের নিয়ে রোগীদের ফ্রি সেবার নামে প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) অপর পৃষ্ঠায় নির্বাচনী পোস্টার ব্যবহার করে ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ১১ (ঙ) ধারা লঙ্ঘন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের গাড়াবাড়িয়া গ্রামের বাসভবনে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মিজানুর রহমান নৌকা প্রতীকের প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী আচরণ বিধিমালার ১১ (ঙ) ধারায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো প্রকার বলপ্রয়োগ বা অর্থ ব্যয় করতে পারবেন না।