বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেডডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে আবুল কালাম (৪৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সন্ধ্যা নদীর বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি পয়েন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আবুল কালাম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নান্দুহার এলাকার বাসিন্দা। বাল্কহেডডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মিলনের এখনো খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে সন্ধ্যা নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
বাল্কহেডের মালিক হাবুল কাজী জানান, গতকাল সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া হুলারহাট লঞ্চঘাট থেকে ‘মর্নিং সান-৯’ নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে রাত নয়টার দিকে সন্ধ্যা নদীর চৌধুরীরহাট–সংলগ্ন বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী মসজিদবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি বাল্কহেডে ধাক্কা দিলে দুই শ্রমিক নিখোঁজ হন।
হাবুল কাজী আরও বলেন, লঞ্চের তলার প্লেনশিটের অংশ ফেটে গিয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পরে চালক লঞ্চটিকে দ্রুত উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীরহাট লঞ্চঘাটে নোঙর করেন। লঞ্চের ত্রুটি মেরামত করে আজ ভোরে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।