জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হল ফটকের নিরাপত্তা জোরদার ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
গতকাল শনিবার রাত আটটার দিকে মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী রাসেল হোসেন আহত হন। বর্তমানে তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
আজকের সমাবেশে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী খায়ের মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাস-সংলগ্ন গেটে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। প্রায় প্রতিদিনই ছিনতাই থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাস গেটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস–সংলগ্ন গেটে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সাইকেল চুরি হয়; মুঠোফোন ছিনতাই হয়। অথচ প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, ক্যাম্পাস–সংলগ্ন গেটে আর কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’