চট্টগ্রামে মধ্যরাতে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়েছেন দুই শিক্ষার্থী। তাঁরা হলেন মো. সাব্বির ও মো. রায়হান। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। মুচলেকা নিয়ে তাঁদের আবার ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কিছু নারীকে তাড়া করেন ওই দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তাঁর পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাঁকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তাঁরা। তাঁর ব্যাগে জন্মনিয়ন্ত্রণসামগ্রী রয়েছে কি না, তা তল্লাশি করে দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন ওই দুজনকে মারতে উদ্যত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে থানায় নিয়ে আসে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ওই নারী ও তাঁর স্বামী থানায় এসেছিলেন। তাঁরা এই বিষয়ে কোনো অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। দুই ছাত্র নিজেদের সমন্বয়ক পরিচয় দিলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
তারেক আজিজ আরও বলেন, ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন। তবে ওই দুই ছাত্র সমন্বয়ক কি না, জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদের মুঠোফোনে কয়েক দফা কল করা হলেও তিনি না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।