খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে। ছবি: প্রথম আলো
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে। ছবি: প্রথম আলো

তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আবহমান কাল থেকে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেনি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে।’

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে আজ বৃহস্পতিবার সকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এ দেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজ ও দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা এ দেশকে ভালোবাসি, এ দেশ গড়তে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা–বোনেরা ইজ্জতের সঙ্গে গৃহে ও বাইরে সব জায়গায় চলতে পারবে। যেই সমাজে যোগ্যতা অনুযায়ী যুবকেরা কাজ করতে চায়। সেই সমাজ আমরা হাতে হাত রেখে গড়ে তুলব। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যেন ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে না হয়। বরং আদালত দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে। সেই সমাজ গড়তে চাই। মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের দিক থেকে, ন্যায়বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’ ন্যায়সংগত কাজে সবাইকে পাশে থাকতে ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমির এমরান হুসাইন, সাতক্ষীরা জেলার আমির শহিদুল ইসলাম।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আজম হাদি, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।