গবেষণা ছাড়া কোনো শিক্ষাই দেশ ও জাতির কল্যাণে আসে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ রোববার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘স্নাতক গবেষণা সংস্কৃতির প্রচার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন যুগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।
সেমিনারে আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাকে পূর্ণতা দিতে হলে এবং তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হলে শিক্ষা গবেষণানির্ভর হওয়া আবশ্যক। যে শিক্ষায় গবেষণা নেই, তা কখনো পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। এ জন্য শিক্ষার্থীদের গবেষণাকর্মে বেশি মনোযোগী হতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই।
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণাঞ্চলের নতুন বিশ্ববিদ্যালয় হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গবেষণা ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বেশ আগ্রহ রয়েছে। ইতিমধ্যে এর ফল পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাঁরা উন্নত দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন। শিক্ষকেরাও বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন মো. মুহসিন উদ্দীন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক খোরশেদ আলম।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের পরামর্শদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাদেক।