চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জুতার ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের বুইচিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬-এর ফুলবাড়ী সীমান্তচৌকির (বিওপি) সদস্যরা। বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।
৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা ১৩টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৫১৫ গ্রাম। সোনার বার ও মোটরসাইকেলের মোট মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৮ হাজার ৪০০ টাকা। যার মালিক ফুলবাড়ী গ্রামের মিকাইল হোসেন (৩০)। বিজিবির অভিযানের সময় তিনি পালিয়ে যান।
বিজিবি জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে বিজিবির একটি টহল দল বুইচিতলা এলাকায় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলে। এতে চালক মোটরসাইকেল ফেলে দৌড় দেন। বিজিবি তাঁকে ধাওয়া দিলে পায়ের জুতা ফেলে পালান তিনি। পরে জুতার ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ১৩টি সোনার বার জব্দ করা হয়েছে।
বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, মোটরসাইকেলটি দর্শনা থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মিকাইল হোসেনকে আসামি করা হবে।