‘অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের কাছে ভিক্ষা চাইছে আওয়ামী লীগ’

সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্তোরায়
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে ভিক্ষা চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁর হলরুমে এ অনুষ্ঠান হয়।

বিএনপি শুধু বিদেশিদের কাছে নালিশ করে—আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘আমরা বিদেশিদের কাছে নালিশ করি না। আওয়ামী লীগের গুম, খুন, ধর্ষণ, লুটপাট, অত্যাচার-নির্যাতের কথা দেশে-বিদেশে তুলে ধরছি।’

মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের মনে আওয়ামী লীগ নেই। জনগণ আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠেছে। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ দিশাহারা।

আওয়ামী লীগের উদ্দেশে মহিলা দলের সভাপতি বলেন, ‘খেলার ভয় দেখাবেন না। পুলিশ রেখে আসেন, রাজপথে খেলা হবে। দেখি কতক্ষণ টিকতে পারেন। বিএনপি রাজনৈকিভাবে খেলবে।’

জনগণ সবকিছুর জবাব দেবে বলে মন্তব্য করেন আরফোজা আব্বাস। তিনি বলেন, ‘ইভিএমের ষড়যন্ত্র বাদ দেন। এটা নৌকা দিয়ে তৈরি। জনগণ সব বুঝে গেছে। এইবার রাতের আঁধারেও পালাতে পারবেন না।’

জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ, দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান খান, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, আবুল কালাম আজাদ, সেলিম উদ্দিন প্রমুখ। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে পুনর্বাসনের সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।