চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকার সড়কের কথা ভাবলে মনের কোণে ভেসে উঠবে যানজট আক্রান্ত বিশৃঙ্খল একটি ছবি। যেখানে–সেখানে গাড়ি পার্ক করা, মন্থর গতির যানবাহন, ট্রাফিক আইন অমান্য করে ওভারটেক—এসব এই সড়কের নিত্যদিনের ঘটনা। তবে এখন সড়কটি পাল্টে দিয়েছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে তারা শৃঙ্খলা ফিরিয়েছেন সড়কের। এখন এই সড়কে আর নেই চিরচেনা যানজট।
আজ শনিবার সকাল ১০টায় মইজ্জার টেক সড়কে সরেজমিনে দেখা গেছে, হাতের ইশারায় ও বাঁশিতে ফুঁ দিয়ে যানবাহনকে নানা দিকনির্দেশনা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেউ বিশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে থাকা যানবাহন সারিবদ্ধ করার চেষ্টা করছিলেন। কেউ আবার ব্যস্ত যান নিয়ন্ত্রণের চেষ্টায় নিয়োজিতদের নানা ধরনের সহযোগিতায়। গুরুত্বপূর্ণ মোড়টিতে যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করতে দেখা যায় রেড ক্রিসেন্ট, গাউছিয়া কমিটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও। অনেক শ্রমিকও তাঁদের সহায়তা করেন।
মইজ্জারটেক ছাড়াও আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারেও যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের। তাঁদের প্রচেষ্টায় যানজটপ্রবণ দুটি এলাকাতেই স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে।
গতকাল সকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে মইজ্জারটেক এলাকায় এসে গাড়ি চলাচলে শৃঙ্খলার কাজ করছিলেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক মোহাম্মদ হাসান। তিনি বলেন, ‘কমিটির পুরো একটি ইউনিট যান নিয়ন্ত্রণে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। আমি আগেভাগেই কাজ শুরু করে দিয়েছি।’
একই স্থানে সড়কের অপর পাশে সংগঠনের স্বেচ্ছাসেবীদের দিকনির্দেশনা দিচ্ছিলেন চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের সদস্য আমিন হোসেন। তিনি বলেন, তাঁদের ১২ জনের দল কাজ করছে। প্রত্যেক স্বেচ্ছাসেবীকে কাজ শুরু করার আগে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলার আইয়ুব বিবি সিটি করপোরেশন কলেজের নয়জন ছাত্রীও মইজ্জারটেক এলাকায় যান নিয়ন্ত্রণের কাজ করছিলেন। এর একজন রাজিয়া সুলতানা বলেন, সড়কে যানজট নিয়ন্ত্রণের কাজ করতে পেরে তাঁরা খুশি। চালক, যাত্রীরাও তাঁদের উৎসাহ-প্রেরণা দিচ্ছেন।
কর্ণফুলী উপজেলার অটোরিকশা শ্রমিক বহুমুখী সমিতির সদস্যরাও শিক্ষার্থীদের সড়কের যান নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেছেন। সংগঠনের এক সদস্য সাকিব হোসেন বলেন, ‘আমাদের দায়িত্বও আছে। তাই আমরাও ১০ জন আছি সড়কে।’
বেলা সাড়ে ১১টার সময় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও স্কাউটসের সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কাজ করছেন।