২০২১ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা গ্রহণ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ চার বছরের মধ্যে এবার এসএসসিতে এ বোর্ডে সর্বনিম্ন পাসের হার। এবার এ বোর্ডে পাসের হার ৮৫। ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাওয়া বিগত চার বছরের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
আজ রোববার এসএসসির ফল প্রকাশিত হয়েছে। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। পাসের হার ৮৫। মোট জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন।
২০২৩ সালের পাসের হার আরও কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ–৫ ছিল ১৩ হাজার ১৭৭ জন। ২০২২ সালের পাসের ছিল ৮৯ দশমিক শূন্য ২ শতাংশ। ওই বছর জিপিএ–৫ পেয়েছিল সবচেয়ে বেশি—১৫ হাজার ২১৬ জন। ২০২১ সালের করোনা–পরবর্তী সময়ে এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৫২। জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৯২।
ফলাফলের বিভিন্ন সূচকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ৬৪। ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ৪২। জিপিএ–৫ প্রাপ্তির দিক থেকেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ–৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার ৯৫২। আর জিপিএ–৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৭ হাজার ২২৪।