চট্টগ্রাম সিটি করপোরেশনের মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন । আজ সকালে
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন । আজ সকালে

‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’ চালুর ঘোষণা মেয়র শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেমন মাতৃসদন হাসপাতালে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, এই সেলে বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল থাকবে। স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা, রক্ত পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

মেয়রের আসনে বসার পর দ্বিতীয় দিন আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা বলেন শাহাদাত হোসেন। পেশায় চিকিৎসক শাহাদাত হোসেন দায়িত্ব নিয়ে প্রথমে চট্টগ্রাম নগরের সদরঘাট সড়কে অবস্থিত মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট পরিদর্শন করব। মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, তা যাচাই করে দেখবেন, এগুলো আদৌ কাজ করে কি না। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব। পরিচ্ছন্নতা বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে অবহিত করবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

অতীতে মেমন মাতৃসদন হাসপাতালের সুনাম থাকার বিষয়টি উল্লেখ করে নতুন মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘একসময় নারী ও নবজাতক শিশুদের সেবায় মেমন হাসপাতালের চট্টগ্রামে আলাদা সুনাম ছিল। এখানে এসে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে বুঝলাম হাসপাতালে যন্ত্রপাতির ঘাটতি আছে। এই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় লোকবল দিয়ে মেমন হাসপাতালকে ঢেলে সাজানো হবে। বন্দরটিলা হাসপাতাল, মোস্তফা হাকিম হাসপাতালসহ করপোরেশনের বেশ কিছু ভালো বড় হাসপাতাল রয়েছে, এগুলো সংস্কার করে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে।’

পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন, প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ।