চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করেছেন বন্দীরা। তাঁদের দমন করতে পাল্টা ফাঁকা গুলি ছুড়েছেন কারারক্ষীরা। আজ শুক্রবার দুপুরে নগরের লালদীঘি পারে অবস্থিত কারাগারে এই ঘটনা ঘটেছে। কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বন্দী রয়েছে।
আজ দুপুরে কারাগারের সামনে গিয়ে দেখা যায়, ভেতরে প্রবেশ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। ফটকের সামনে উৎসুক জনতার ভিড়।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা পৌনে দুইটার দিকে কারাগারের ভেতরে বন্দীরা বিক্ষোভ শুরু করলে, পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপর পর তাঁরা গোলাগুলি শব্দ শুনতে পান। বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত গোলাগুলি শব্দ শুনতে পান প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানদারেরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন আজ প্রথম আলোকে বলেন, কিছু বন্দী উচ্ছৃঙ্খলতার চেষ্টা করে। তাঁদের শান্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর উৎসুক জনতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন কারারক্ষীরা পাল্টা গুলি ছুড়লে উৎসুক জনতা সরে যায়। পরে ইমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।