জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকেরা। এ সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা নাহলে ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে সারা দেশের নৌপথ বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের নৌযান শ্রমিকেরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তাঁরা সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করাসহ নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
হারুনুর রশিদ বিক্ষোভ সমাবেশে বলেন, ‘আমরা সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চাই না। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আজ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে, এটি হতে থাকবে। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বাংলাদেশের সম্পূর্ণ নৌপথ বন্ধ রাখা হবে।’