খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দিয়ে কলেজ মাঠে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নির্বাচনী জনসভাটি শুরু হয়, শেষ হয় বেলা পৌনে ৩টায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সভায় খুলনা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মণ্ডল, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসীন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন।
শিক্ষার্থীরা জানান, কলেজ মাঠে আওয়ামী লীগ প্রার্থীর জনসভা উপলক্ষে ক্লাস বন্ধ থাকার বিষয়টি এক দিন আগেই তাঁদেরকে কলেজ থেকে জানানো হয়েছিল। তবে জনসভা শুক্রবার কিংবা কলেজ বন্ধের দিন করলে পাঠদান বন্ধ করা লাগত না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। তাঁরা বলেন, অন্য কোনো মিলনায়তন বা খোলা স্থানে সভার আয়োজন করা হলে ভালো হতো। এতে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতেন না। কলেজ মাঠে রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়।
আজ বেলা ১১টার দিক কপোতাক্ষ মহাবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সব কটি শ্রেণিকক্ষ শূন্য। ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছেন। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন ও শিরিশ আক্তার জানায়, কলেজের মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর জনসভা হচ্ছে। এ কারণে ক্লাস হচ্ছে না। আর মাঠে সভার সাউন্ড সিস্টেমের শব্দে ক্লাস করাও সম্ভব হতো না।
মাঠের মধ্যে বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে সহস্রাধিক চেয়ারে বসে আছে মানুষ। জনসভা মঞ্চ থেকে একাধিক মাইকে ভেসে আসছে উচ্চ স্বরে বক্তৃতার আওয়াজ। জনসভায় দেওয়া বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন বক্তারা। শিক্ষকদের কক্ষে গিয়ে দেখা যায়, সেখানেও কেউ নেই।
কলেজ কার্যালয় কক্ষের সামনে বসা ছিলেন আয়া পদে কর্মরত মনোয়ারা বেগম। তিনি জালালেন, আজকে ক্লাস বন্ধ। অধ্যক্ষ নিজেই জনসভার মঞ্চে বসে আছেন। নৌকার জনসভার জন্য শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল বলেন, কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি, খোলা রয়েছে। তবে নির্বাচনের সময় শিক্ষার্থীরা এমনিতেই কলেজে আসেন না। গত তিন দিন কলেজে শিক্ষার্থীরা আসছেন না। আর নির্বাচনী সভার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে কপোতাক্ষ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলেজ মাঠে নির্বাচনী সভার বিষয়টি জেলা প্রশাসকও অবগত আছেন। আমি এই মুহূর্তে একটি মিটিংয়ে থাকায় এ বিষয়ে কথা বলতে পারছি না।’