সাতক্ষীরার কলারোয়ায় আগুন লেগে একটি বেসরকারি ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষ (ওটি) পুড়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া সরকারি কলেজের দক্ষিণে সাকিব মেমোরিয়াল ক্লিনিকে এ অগ্নিকাণ্ড ঘটে। জাফরুল্লাহ নামের এক চিকিৎসক ওই ক্লিনিকের মালিক। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের সাকিব মেমোরিয়াল ক্লিনিক ভবনের পাশে মো. শাহিদুল্লাহ নামে এক ব্যক্তির তেল ও মবিলের দোকানের পেছনে ফাঁকা স্থানে রাখা ডিজেল, পামঅয়েলসহ বিভিন্ন তেলের ব্যারেলে আগুন ধরে যায়। ওই আগুন থেকে ক্লিনিকের ওটি ও পাশের একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ক্লিনিক থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়। ওটির সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
ক্লিনিকের নার্স মল্লিকা ও শিরিন জানান, ক্লিনিকে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের তাৎক্ষণিক অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ভস্মীভূত হওয়া ওটির বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ওবায়দুল্লাহ জানান, প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি।