সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে অবিলম্বে ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় একটি সমাবেশ করেন তাঁরা। সমাবেশে গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাই সঞ্চালনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান তাঁর বক্তব্যে বলেন, ‘এই উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই চেয়ারে বসিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি তিনি এখনো মেনে নেননি। সাধারণ শিক্ষার্থীদের কথা না শুনে অংশীজনদের কথা বলছেন। ছাত্ররাজনীতি বন্ধের ব্যাপারে নানা টালবাহানা করে প্রশাসন গড়িমসি করছে। আপনাকে (উপাচার্য) আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, দ্রুত ছাত্ররাজনীতি বন্ধ করে জাকসু কার্যকর করুন। না হলে শিক্ষার্থীরা আপনাকে যেভাবে চেয়ারে বসিয়েছেন, ঠিক তেমনি আবার নামাতেও পারবে।’
গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের যে ৯ দফা ছিল, তার মধ্যে ৭ নম্বর দফাটি ছিল সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। আমরা এ বিষয়ে ক্যাম্পাসে নানা ধরনের কর্মসূচি দিয়েছি। সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের জন্য ৫ হাজার শিক্ষার্থীর স্বাক্ষরসহ আমরা স্মারকলিপি দিয়েছি প্রশাসনকে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ দেখাচ্ছে না। তাই আমরা আজ বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। অতি দ্রুত দলীয় লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জাকসু নির্বাচনের সব কার্যক্রম শুরু করতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’