বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের এক নম্বর লেভেল ক্রসিংয়ে আজ শনিবার সকাল আটটার দিকে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সান্তাহার স্টেশন থেকে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে পার্বতীপুর, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড় রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী ৩২ নম্বর ডাউন উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের এক নম্বর লেভেলক্রসিংয়ে বিকল হয়ে যায়। খবর পেয়ে সান্তাহার স্টেশন থেকে লোকোমোটিভ প্রকৌশলীসহ লোকবল এসে ইঞ্জিল সচল করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার জংশন স্টেশনের স্টেশনমাস্টার আবদুল খালেক বলেন, ইঞ্জিনটি মেরামত হওয়ার পর সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে যায়। এর পর থেকে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।