নওগাঁয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা। আজ বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে
নওগাঁয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা। আজ বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে

‘প্রথম আলো কখনোই ক্ষমতাবানদের প্রিয়ভাজন হতে পারেনি’

প্রথম আলো প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। প্রথম আলো কখনোই পেশাদারত্বের সঙ্গে আপস করেনি। এ কারণেই প্রথম আলো কখনোই ক্ষমতাবানদের কাছে প্রিয়ভাজন হতে পারেনি। শুধু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়, সমাজ পরিবর্তনের জন্যও কাজ করে প্রথম আলো।

নওগাঁয় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন করে নওগাঁ বন্ধুসভা। একইভাবে জামালপুর, নোয়াখালী, ঝালকাঠি, রাজবাড়ীর গোয়ালন্দ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এসব আয়োজনে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

নওগাঁ

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নওগাঁয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নওগাঁ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী, নওগাঁ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘২৬ বছর ধরে প্রথম আলো তার আদর্শ ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। এ কারণেই প্রথম আলো আজও পাঠকের আস্থা ধরে রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভবিষ্যতেও প্রথম আলো ভূমিকা রাখবে। শিক্ষক হিসেবে প্রথম আলোর কাছে আমার প্রত্যাশা থাকবে, নওগাঁর স্থানীয় সমস্যার পাশাপাশি সদ্য যাত্রা করা বিশ্ববিদ্যালয়ের সমস্যা-সংকট যেন প্রথম আলোর পাতায় বেশি বেশি করে উঠে আসে।’

বন্ধুসভার সদস্য হারুন-অর-রশীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। গণমাধ্যমের কাছে এ প্রজন্মের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রিয়াদুস সালেহীন ও ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানের একটি পর্বে নওগাঁ সারেগামা সংগীত ভুবনের শিল্পী ও নওগাঁ বন্ধুসভার বন্ধুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

জামালপুর

জামালপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করে বন্ধুসভা। বুধবার দুপুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক মোজাহিদুর রহমান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিশাম আল মহান্নাভ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব অজয় কুমার পাল ও প্রধান শিক্ষক সীমা রানী চক্রবর্তী, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ ও জামালপুর বন্ধুসভার সভাপতি জাকারিয়া জাকি। জামালপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রুবেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা ছাত্র-জনতার অভ্যুত্থানের কঠিন দিনগুলোয় সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান।

প্রভাষক মোজাহিদুর রহমান বলেন, ‘সাহসী পত্রিকার নাম প্রথম আলো। ভয়হীনভাবে প্রথম আলো সত্য লিখে যাচ্ছে। প্রথম আলো শুধু সংবাদই পরিবেশন করে না, তারা সমাজের ভালো কাজও করে। তার প্রমাণ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন।’ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘২৬ বছর ধরেই প্রথম আলোর সঙ্গে আমার সম্পর্ক। প্রতিদিন সকালে প্রথম আলো পড়া হয়। পত্রিকাটি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এভাবেই প্রথম আলো ১০০ বছর পাড়ি দেবে—এই প্রত্যাশা করছি। নানা ভয়ভীতির মধ্যেও মাথা নত না করার নামই প্রথম আলো।’

আলোচনা অনুষ্ঠান শেষে বন্ধুসভার বন্ধু ও সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

নোয়াখালী

নোয়াখালীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে অতিথি ও বন্ধুসভার সদস্যরা

নোয়াখালীতে আয়োজিত অনুষ্ঠানে জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন বলেন, ‘বাংলাদেশে অনেক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল রয়েছে। এরপরও আমরা পাঠক হিসেবে প্রথম আলোর সংবাদকে নির্ভরযোগ্য মনে করি। আমরা চাই প্রথম আলো অতীতের মতো আগামী দিনগুলোতেও শত প্রতিকূলতাকে অতিক্রম করে দেশের অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করবে। নারী নির্যাতনসহ সামাজিক অনাচার প্রতিরোধে অতীতের মতো প্রথম আলো সোচ্চার থাকবে।’

বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক কাউছার নিয়াজী ও বীর মুক্তিযোদ্ধা তারেশ্বর দেবনাথ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন বন্ধুসভার দুই বন্ধু তাসমিয়া ইয়াসমিন ও শাহিদা আক্তার। বন্ধুসভার বন্ধু, প্রথম আলোর পাঠক, কবি, লেখকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা তারেশ্বর দেবনাথ বলেন, ‘নানা সময়ে মামলা দিয়ে প্রথম আলোকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। কিন্তু প্রথম আলো কখনোই তার লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়নি। আগামী দিনেও প্রথম আলো তার চেতনা ধারণ ও লালন করে এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি।’

গোয়ালন্দ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়ও প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। গোয়ালন্দ বাজার এলাকার একটি ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চৌধুরী আবদুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক।

অনুষ্ঠানে আবদুল কাদের শেখ বলেন, প্রথম আলো একটি প্রগতিশীল রুচিসম্মত পত্রিকা। এখন পারিবারিক পত্রিকা এবং শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা দিচ্ছে। আবার দেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষজ্ঞরা লেখনীতে তুলে ধরছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী বলেন, ‘শত বাধা–প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রথম আলো সত্যের পথে এখনো দাঁড়িয়ে আছে। অনেক পত্রিকায় ভুলত্রুটি থাকলেও প্রথম আলো সব সময় সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরে।’

পরে স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বন্ধুসভার পক্ষ থেকে চারজনকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আমীরুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক কলিন্স পার্থ ও মো. সফিক মণ্ডল।

ঝালকাঠি

ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অথিতিরা

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথম আলোর সফলতার পেছনে আছে তার জবাবদিহি ও অবাধ তথ্যবহুল সংবাদ প্রচার। প্রথম আলোর কাছে প্রত্যাশা, প্রতিষ্ঠানটি যেন ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে মাথা নত করে। কারণ, প্রথম আলো দুঃশাসনের বিরুদ্ধে দিনের পর দিন লিখেছে।

ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মোস্তাফিজুর রহমান মুহিতের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ শামসুল হক, ঝালকাঠি কবিতাচক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস শিকদার। বন্ধুসভার সহসভাপতি সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে শামসুল হক বলেন, প্রথম আলো থেকে মানুষ সঠিক তথ্য পায় বলেই এর প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে। তাই কোনো সরকারের কাছেই প্রিয়ভাজন হতে পারেনি। দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরশাসকের বিরুদ্ধে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে দিনের পর দিন লিখেছে প্রথম আলো।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সেমিনারের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম এডুপ্লেক্সে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়বোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণসমাজ এর বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে।

সেমিনারে অংশ নেন ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার কনভেনর আনোয়ার হাবিব, উপদেষ্টা মিলান খান, বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমিত চক্রবর্তী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কাওসার হামিদ, চন্দন হাইদার ও তাহমিদ চৌধুরী। বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য মুশফিক জামাল ও শেখ আল মুসাভভির সাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি আদিবা জামান চৌধুরী, তমাল মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, প্রচার সম্পাদক আবদুর রহমান ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া আক্তার, পাঠচক্র সম্পাদক ঈশিতা মণ্ডল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, জেন্ডার সমতা সম্পাদক ফারহানা কেয়া, কার্যনির্বাহী সদস্য তাসফিয়া তাবাসসুম ও তানহা তাসনিম।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী; প্রতিনিধি, নওগাঁ, জামালপুর, ঝালকাঠিগোয়ালন্দ, রাজবাড়ী]