আদালতে আওয়ামী লীগের সভাপতি ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে বিএনপি কর্মীদের ডিম নিক্ষেপ

আবু সুফিয়ান ও তাঁর স্ত্রী মাহফুজা খানমকেকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিএনপির কর্মী–সমর্থকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে
ছবি: প্রথম আলো

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তাঁর স্ত্রী সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহফুজা খানমকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া আদালতে নেওয়া হয়। এ সময় বিএনপির ৪০০ থেকে ৫০০ কর্মী-সমর্থক আদালত চত্বরে আগে থেকে অবস্থান নিয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে প্রিজন ভ্যান আবু সুফিয়ান ও মাহফুজা খানমকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে ঢুকলে সেটি লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন বিএনপির কর্মী-সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁদের মধ্যে ছাত্রদলের বেশ কিছু নেতা–কর্মীকে দেখা গেছে।

আজ সন্ধ্যা সাতটায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পরে প্রিজন ভ্যানেই আদালতে বসিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার নির্দেশে এই দম্পতিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)।

বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে আবু সুফিয়ান ও তাঁর স্ত্রী মাহফুজা খানমকে ঢাকা থেকে প্রিজন ভ্যানে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির কয়েক শ কর্মী-সমর্থক প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও মাহফুজা খানমকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আবু সুফিয়ানের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। তিনটি হত্যা মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে ১২টি মামলা তদন্তাধীন। তাঁর স্ত্রীর মাহফুজা খানমও বিস্ফোরক মামলার আসামি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।