ডোমারে শুরু হয়েছে চার দিনব্যাপী স্কাউট সমাবেশ

নীলফামারীর ডোমারে চার দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধনী করেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। শুক্রবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’ স্লোগানে নীলফামারীর ডোমারে শুরু হয়েছে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ। আজ শুক্রবার সন্ধ্যায় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. নাজমুল আলম। বক্তব্য দেন ডোমার পৌরসভার মেয়র মো. মনছুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।

৭ থেকে ১০ মার্চ পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ’ অনুষ্ঠিত হচ্ছে

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠের শহীদ রুমী স্কাউট পল্লিতে অষ্টম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ শুরু হয়। গতকাল সন্ধ্যায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউএনও নাজমুল আলম। তিনি বলেন, ১৯০৭ সালের ১ আগস্ট ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়। শিশু, কিশোর-কিশোরী, যুবক, তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত।

ইউএনও বলেন, ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সমাবেশে ৩০টি কাব দল ও ২১টি স্কাউট দল অংশগ্রহণ করছে। এখানে মোট ৩৬০ জন স্কাউট সদস্য, ৫১ জন টিম লিডার, উপজেলা স্কাউটসের ৫০ জন কর্মকর্তা রয়েছেন। চার দিনব্যাপী ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া, স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় হবে মহা তাঁবু জলসা।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, গ্রুপ ইউনিট সভাপতি মো. আমিনুল হক প্রমুখ।