আরিয়ান সরকার
আরিয়ান সরকার

বোনের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে শিশুর লাশ

বড় বোনের সঙ্গে লুকোচুরি খেলছিল ৬ বছর বয়সী শিশু আরিয়ান সরকার। হঠাৎ সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এর আগে বিকেলে নিখোঁজ হয় সে।

আরিয়ান সরকার উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে সে বাবার নতুন বাড়িতে থাকত এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্লে শ্রেণিতে পড়ত।

আরিয়ানের স্বজনেরা বলেন, বড় বোনের সঙ্গে গতকাল বিকেলে লুকোচুরি খেলছিল আরিয়ান। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর বিষয়টি বাড়ির লোকজনকে জানায় তার বোন। খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের কাছে আরিয়ানের জুতা দেখতে পান মা আনোয়ারা খাতুন। সন্দেহ হওয়ায় এর ভেতরে নামেন এক ব্যক্তি। সেখান থেকে আরিয়ানের লাশ উদ্ধার করা হয়েছে।

সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ করেন আরিয়ানের বাবা জয়নাল আবেদীন। তিনি বলেন, ওই সেপটিক ট্যাংকটি অরক্ষিত থাকায় এর আগেও কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। বারবার বলার পরও সেটির মুখ বন্ধ করা হয়নি।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।