ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড দিয়ে ছোট গাড়িও ঢাকায় ঢুকতে দিচ্ছে না পুলিশ। আজ শনিবার দুপুর থেকে পুলিশ অটোরিকশা, লেগুনাসহ ছোট গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
সকাল থেকে এ রুটে গণপরিবহন চলাচল বন্ধ আছে। গণপরিবহনের পর ছোট গাড়ি চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ সদস্যরা সড়কে চলাচল করা ছোট গাড়িগুলোকে ঢাকায় ঢুকতে বাধা দিচ্ছেন। গাড়িগুলোকে নারায়ণগঞ্জের দিকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এ সময় লোকাল দু-একটি বাস দেখা গেলেও সেগুলোতে তেমন যাত্রী দেখা যায়নি।
সিএনজিচালিত অটোরিকশার চালক আলম মিয়া প্রথম আলোকে বলেন, যাত্রী নিয়ে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। পুলিশ তাঁদের যেতে দেয়নি। তাঁর গাড়ি ঘুরিয়ে দিয়েছে। যাত্রীরা সবাই নেমে গেছেন।
গুলিস্তানগামী যাত্রী জোবায়ের আহমেদ বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। পুলিশ গাড়ি ঘুরিয়ে দেওয়ায় নেমে যেতে হয়েছে। আমাদের প্রয়োজন আমরা ঢাকায় যেতে পারছি না। এটা পুলিশের কেমন আচরণ?’
সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বাস যেতে বাধা দিচ্ছি না। বাস তো যাচ্ছে। ছোট গাড়িগুলো গিয়ে যানজট সৃষ্টি করে। তাই সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছি।’