পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

মেঘনা নদীর পাড়ে খেলছিল দুই ভাই–বোন, পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশাবালা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ হোসেন (৮) ও তাঁর বোন মরিয়ম আক্তার (৬)। তারা ওই এলাকার ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।

হাইমচরের বাহেরচর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, গতকাল দুপুরে বাড়ির পাশে মেঘনা নদীর পাড়ে খেলছিল হোসেন ও মরিয়ম। খেলার একপর্যায়ে মেঘনা নদীতে পড়ে দুজন ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে জাল ফেলে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ রতন বলেন, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে একজন পড়ে গেলে অন্যজন তাকে ওঠাতে গিয়ে পরে দুজনই পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন জাতীয় জরুরি সেবাকেন্দ্রের ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে চাঁদপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয় জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে দুজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক দুই ভাই–বোনকে মৃত ঘোষণা করেন।