ফেনীর ছাগলনাইয়ায় শিশুধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আরিফুল ইসলাম (২৯)। তিনি ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও উপজেলা সদরের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২১ সালের ১২ জুন সকালে ৯ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক আরিফুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় শিশুশিক্ষার্থীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। ওই দিনই আরিফুলকে গ্রেপ্তার করে পরের দিন কারাগারে পাঠায় পুলিশ। মামলা চলাকালে আসামি আরিফুল জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যান। পরের বছর আরিফুল ইসলামের অনুপস্থিতিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় প্রথম আলোকে বলেন, আরিফুল ইসলাম নিজের নাম–পরিচয় গোপন করে ভিন্ন নামে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার একটি মাদ্রাসায় চাকরি নেন। আজ সোমবার তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।