সৈয়দপুর বিমানবন্দর
সৈয়দপুর বিমানবন্দর

কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট অবতরণে দেরি

কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজের দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ও এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট এখানে অবতরণের শিডিউল ছিল।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, আজ সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশা দেখা দেয়। এ কারণে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। বিমান বাংলাদেশের নির্ধারিত একটি ফ্লাইট ও বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা হয়নি। বর্তমানে আকাশ পরিষ্কার হয়েছে। এ দুটি ফ্লাইট বেলা ১১টার পরে অবতরণ করবে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে তাপমাত্রা কমে সকাল ও রাতে শীত অনুভূত হচ্ছে। আজ সকালে হঠাৎ করে আকাশ কুয়াশায় ছেয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হয়ে যাচ্ছে।