নাফ নদী বিভক্ত করেছে বাংলাদেশ ও মিয়ানমারকে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া নেটং পাহাড় এলাকায়
নাফ নদী বিভক্ত করেছে বাংলাদেশ ও মিয়ানমারকে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া নেটং পাহাড় এলাকায়

সকাল থেকে টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিকট শব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্ত গতকাল রোববার কিছুটা শান্ত ছিল। সারা দিনে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আজ সোমবার ভোর পাঁচটা থেকে একের পর এক বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শব্দ পাওয়া যাচ্ছিল।

এতে করে এক দিন স্বস্তিতে থাকালেও টেকনাফ সীমান্তের নাফ নদীর তীরে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শাহপরীর দ্বীপ জালিয়াপিড়ার বাসিন্দা আলী হোসেন ও বাজারপাড়ার আবদুস শুক্কুর বলেন, ‘সারা রাত কোনো শব্দ পাওয়া যায়নি। তবে সকালে ঘুম ভেঙেছে বিকট শব্দে। তখন এপারের মাটি কেঁপে উঠেছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যেমনতেমন, ভয় পেয়ে শিশুদের ঘুম ভেঙেছে। এতে করে নাফ নদীর তীরে বসবাসরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন।’ একই এলাকার গৃহবধূ পারুল আক্তার বলেন, ‘ঘটনা হচ্ছে নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের, কিন্তু বিকট শব্দে মাটি কেঁপে উঠছে টেকনাফে। মনে হচ্ছে, ভূমিকম্প হচ্ছে।’

স্থানীয় লোকজন জানান, নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশে রাখাইন রাজ্য। কয়েক দিন ধরে ওই সব স্থান থেকে গুলির শব্দ আসছে। স্থানীয় লোকজনের ধারণা, রাখাইন রাজ্যের মংডুর শহরের পাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চলছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে মিয়ানমারের ওই পাড়ে রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে এলাকায় প্রচুর গোলাগুলি হয়েছে। পাশাপাশি বিকট শব্দে কেঁপে উঠছিল টেকনাফ সীমান্ত। গতকাল সারা দিন মিলে কয়েকটি বিকট শোনা গেলেও প্রায় শান্ত ছিল সীমান্ত। রাতেও কোনো ধরনের গোলাগুলি ও বিকট শব্দ পাওয়া যায়নি। কিন্তু আজ সকাল থেকে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত।’

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা নুরুল হক বলেন, ‘আজ ফজরের নামাজে থাকাকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছে। হৃদ্‌রোগে আক্রান্ত মানুষদের এসব বিকট শব্দে ক্ষতি হতে পারে।’

বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, নাফ নদীর সীমান্তে তাদের টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এক দিন শান্ত থাকার পর আবার আজ সকাল থেকে বিকট শব্দে টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।