বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনটি স্থানে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে তিনটি স্থানে মিছিল ও সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তিন স্থান হলো একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন ও প্রশাসনিক ভবন। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, এই আদেশ আগেও ছিল। বর্তমানে সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে ওই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত রবি ও সোমবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাঁরা লাগাতার ক্লাস বর্জনের ডাক দিয়েছেন। নতুন করে যেন উত্তেজনা দেখা না দেয়, এ জন্যই এই জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক ও একাডেমিক ভবনের বাইরে বিক্ষোভ সমাবেশে কোনো বিধিনিষেধ নেই।

এ বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ঠিক রাখতে শুধু তিনটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ আগে থেকেই আছে। নতুন করে আবারও জানিয়ে দেওয়া হলো। ওই তিন স্থান ছাড়া ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা-সমাবেশে কোনো বিধিনিষেধ নেই। শুধু প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও লাইব্রেরি ভবনের ভেতরে এই নিষেধাজ্ঞা।