ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুর খনন করতে গিয়ে প্রায় ১২ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামের তমিজউদ্দিন নামের এক ব্যক্তি তাঁর পুরোনো পুকুর সংস্কারের কাজ করছিলেন। খননের একপর্যায়ে কালো পাথরের বিষ্ণুমূর্তিটি মাটির তলদেশ থেকে বেরিয়ে আসে। শ্রমিকেরা মূর্তিটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে জানান। ঘটনাটি পুলিশ জানতে পেরে বেলা ১১টার দিকে মূর্তিটি সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২ কেজি।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, বিষ্ণুমূর্তি কষ্টিপাথরের কি না, তা নিশ্চিত হতে পারেননি। মূর্তিটি জেলার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।