পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি কালভার্টের নিচে পানিতে পড়ে ছিল যুবকের লাশ। গতকাল বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর এলাকার বোদা-আটোয়ারী সড়কে কালভার্টের (শোকের পুল) নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম মো. শাকিল (৩২)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে। তিনি নিজের ট্রাক্টর দিয়ে মানুষের জমিতে হালচাষ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর এক বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার আগে শাকিলকে আটোয়ারী উপজেলার গোয়ালদিঘী-পল্লী বিদ্যুৎ মোড়ের বাজারে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয় লোকজন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন শোকের পুলের নিচে তাঁকে পানিতে পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে অনেক লোকজন সেখানে জড়ো হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শাকিলকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাতেই ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদার মুঠোফোনে প্রথম আলাকে বলেন, নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।