ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমামের নেতৃত্বে সদর উপজেলার শিবু মার্কেট থেকে সস্তাপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এ সময় প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ বিভিন্ন আধা পাকা স্থাপনা খনন যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানকালে ফায়ার সার্ভিস ও ডিপিডিসির প্রতিনিধি এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, লিংক রোড চার লেন থেকে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ছয় লেন ছাড়াও স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেন রাখা হয়েছে। কিন্তু সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেন পর্যন্ত অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেই জায়গায় কয়েকটি পার্কিং ইয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে যানজটের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পাবে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম প্রথম আলোকে বলেন, ১৯৬৭ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগ বিপুল পরিমাণ জায়গা অধিগ্রহণ করে। জায়গাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সড়কটি ছয় লেনে উন্নীতকরণ ও সংস্কারকাজের প্রয়োজনে দখল হওয়া জায়গা পুনরুদ্ধার করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জায়গাগুলো পুরোপুরি অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।