শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করেছেন
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করেছেন

বগুড়ায় আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত প্রদর্শককে বরখাস্তের দাবি করেছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থীরা অবরোধ করেন।  

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়।

সরেজমিনে দেখা যায়, ওই কলেজের এই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। তাঁরাও এই মহিলা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

কলেজের কয়েক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি ও উত্ত্যক্ত করার অভিযোগ এনে গত ২২ সেপ্টেম্বর তাঁদের কলেজের কৃষি প্রদর্শক মাহবুবুল হকের বিরুদ্ধে তাঁরা কলেজের গভর্নর বডির সভাপতির কাছে অভিযোগ দেন। এ ঘটনায় ২ অক্টোবর শিক্ষার্থীরা প্রদর্শকের বরখাস্তের দাবিতে আন্দোলন করেন। ওই দিনই তাঁকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বরখাস্তের এই ঘোষণাটি মৌখিকভাবে থাকলেও তা নোটিশ আকারে প্রকাশ করা হয়নি। এ কারণেই শিক্ষার্থীরা আজ পুনরায় মহাসড়ক অবরোধ করেছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ নোটিশ আকারে ওই কৃষি প্রদর্শকের বরখাস্তের নোটিশটি দেওয়া হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, এ ঘটনা নিয়ে তিন সদস্য তদন্ত করছেন। তাঁরা ৭ কার্যদিবসের মধ্যে তদন্তকাজ সম্পন্ন শেষে প্রতিবেদন জমা দেবেন। তদন্তে শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।